বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মেহেরপুর পুলিশের অভিযানে গাজাসহ মহিলা আটক

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর ক্যাম্প পুলিশের অভিযানে যতারপুর গ্রামে লালবান (৪০) নামের এক মহিলাকে ৪০০ গ্রাম গাজাসহ আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার টার সময় কোমরপুর ক্যাম্প ইনর্চাজ পুলিশের এসআই দেবাশিস অধিকারীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক লালবানু ঐ উপজেলার যতারপুর গ্রামের আজাহার মন্ডলের স্ত্রী।
পুলিশের এসআই দেবাশিস অধিকারী জানান, মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে এক মহিলার কাছে গাজা আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। পবে ঐ মহিলার বাড়ি তল্লাশি করে ৪০০ গ্রাম গাজা উদ্ধার ও তাকে আটক করা হয় । এ বিষয়ে তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হবে। এসময় এ.এস.আই মাসুদ, কনস্টেবল রাজু আহমেদ, মকলেছুর রহমান, সাগর মাহমুদসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular