বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মেহেরপুর জেলা বিএনপির অনুমোদিত পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি সাময়িকভাবে স্থগিত

মেহেরপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মেহেরপুর জেলা শাখার অনুমোদিত পূর্ণাঙ্গ নির্বাহী কমিটির কার্যক্রম কেন্দ্রীয় বিএনপির নির্দেশক্রমে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এমতাবস্থায় কেন্দ্রের সঙ্গে পরামর্শক্রমে মেহেরপুর জেলাধীন সকল ইউনিটের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক মো: তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ এর সংবাদ জানানো হয়।
এসময় জেলা বিএনপির সদস্য জাকির হোসেন জানান, সম্পুর্ণ অগণতান্ত্রিক ভাবে জেলার নেতৃবৃন্দকে পাশ কাটিয়ে গত শুক্রবার একটি কমিটি কেন্দ্র থেকে অনুমোদন নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে জেলার সিংহভাগ নেতা ক্ষুব্ধ হন। ভবিষ্যতে ত্যাগী ও যোগ্য নেতাদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে।
জেলা বিএনপির সহ সভাপতি কর্নেল অবঃ সামসু ,ওমর ফারুক লিটন, যুগ্ম সম্পাদক ফয়েজ মোহাম্মদ, সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, যুবনেতা আসাদুল হকসহ অনেকে জেলা বিএনপির কমিটি গঠনে নানান অনিয়মের কথা কেন্দ্রীয় নেতৃত্বের নিকট তুলে ধরেন। অতঃপর হাই কমান্ড এর নির্দেশে শনিবার কমিটি স্থগিত করে দেয়া হয়।

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন জানান, জেলা বিএনপির পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠনে কিছু ভুল ভ্রান্তির কারণে কেন্দ্রীয় কমিটি সাময়িকভাবে স্থগিত করেছেন। আগামী কয়েকদিনের মধ্যে জেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular