মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামবাসীর উদ্যোগে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি আলামিন হোসেন ও জেলা পরিষদের সদস্য খাজা মঈনদ্দিন কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে মদনাডাঙ্গা দক্ষিনপাড়ায় অনুষ্ঠিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন সমাজসেবক সাকেরউল্লাহ । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, জেলা পরিষদের সদস্য খাজা মইনুদ্দিন, আজীমুল বারি। মুরাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোতালেব হোসেন, নুরুল ইসলাম, রুহুল আমিন নয়ন হাবিব প্রমুখ। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, প্রেস ক্লাবের সভাপতি আলামি হোসেন ও জেলা পরিষদের সদস্য খাজা মঈনদ্দিনকে ক্রেষ্ট প্রদান করা হয়।