মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে শহীদ সামসুজ্জোহা পার্কে ওই সম্মেলনের আয়োজন করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা আখতার বানু, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ গোলাম রসুল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. মিয়াজান আলী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম, মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোজাউল ইসলাম রেজা, মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক নাহিদুজ্জামান নাহিদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাঝারুল ইসলাম শামিম, উপ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক অমিত হাসান, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার সঞ্চালনায় সম্মেলন উদ্বোধণ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হুসাইন।
এর আগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শান্তির প্রতীক ‘পায়রা’ উড়ানো হয়। আলোচনা পর্ব শেষে নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে রাতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে বলে জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জেলা ছাত্রলীগে সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদকের ২৪জন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার কোন খবর পাওয়া যায়নি।