মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে অভিযান চালিয়ে দবির উদ্দিন (৪০) ও বরকত আলী (৪০) নামে ২ জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ডিবির এস আই মেজবাহুর দারাইনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। আটকের পর তাদের কাছ থেকে ৩টি বোমা ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলো একই গ্রামের আদালতের ছেলে দবির উদ্দিন ও ফজল শেখের ছেলে বরকত আলী।
ডিবির এস আই মেজবাহুর দারাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে অভিযান চালিয়ে ২ জনকে আটক ও বোমা, গুলি উদ্ধার করে ডিবি পুলিশের একটি দল।