নিউজ ডেস্ক:
মেহেরপুর সংবাদদাতা, মেহেরপুর, ০৩ মে ॥ মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুর কৃষক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০ টার দিকে কৃষি অফিসের সামনে থেকে একটি র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক এস.এম মোস্তাফিজুর রহমান।
এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজ প্রত্যায়ন অফিসার ডঃ আক্তারুজ্জামান, জেলা প্রশিক্ষণ অফিসার স্বপন কুমার খাঁ, উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম কামরুজ্জামানসহ জেলার ৫০ জন কৃষক-কৃষানী র্যালিতে অংশ নেয়।