বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মেহেরপুর উপজেলা প্রাণিসম্পদরে উদ্যোগে বিভিন্ন রোগের বিনামূল্যে টিকাপ্রদান ও কৃমিনাশক বিতরন

মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট ফেজ। এনএটিপি-২ এর অর্থায়নে উপজেলার পাঁচ টি ইউনিয়নের পনেরো টি গ্রামে বিনামূল্যে গবাদিপশুর তড়কা, ক্ষুরা, পিপিআর ও মুরগীর রানিক্ষেত রোগের টিকাপ্রদান ও আট টি গ্রামে কৃমিনাশক বিতরন কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাঃ নুর আলমের সার্বিক পরিচালনায় সেখানে গরু, মহিষের সর্বমোট ১৩৪৮ মাত্রা ক্ষুরা রোগের টিকা, ১৫০০ মাত্রা তড়কা রোগের টিকা,ছাগল, ভেড়ার ৪৫০০ মাত্রা পিপিআর রোগের টিকা ও মুরগীর ৬০০০ মাত্রা রানীক্ষেত রোগের টিকা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গরু, ছাগল, ভেড়া, মহিষের কৃমিনাশক ঔষধ হিসেবে ১১০০ টি এলটি ভেট, ১৫৮০ টি হেলমেক্স ২০০০ টি ফেনভেট বিতরন করা হচ্ছে। গতকাল সকালে দক্ষিণ শালিকা গাভী পালন সিআইজি তে গবাদিপশুর টিকাপ্রদান ও কৃমিনাশক বিতরন করা হয় এবং মাসব্যাপী এ কমর্সূচি অব্যহত থাকবে। এ সময় সেখানে প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ শারমিন আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular