মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টে শোলমারি সরকারী প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট খেলায় গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে যতারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের শাহারিয়া সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।
এদিকে একই মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে শোলমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি অমিমাংসিত ভাবে শেষ হওয়ায় খেলাটি টাইব্রেকারের মাধ্যমে খেলাটি শেষ করা হয় । বিজয়ী দলের শ্রাবন্তী সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।
খেলা শেষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলীর সভাপতিত্বে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ ফরিদ আহমেদ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দীন,সেভ দ্যা চিলড্রেনের ব্যবস্থাপক ফারুক হোসেন, এডিপি সেলিনা শারমিন প্রমূখ। সেই সাথে অতিথিগন বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন।