বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মেরিলিন মনরোর পোশাকে বাংলাদেশের বিপাশা !

নিউজ ডেস্ক:

এবার মেরিলিন মনরোর সাদা স্কার্ট পরা সেই বিখ্যাত নাচের দৃশ্যে দেখা যাবে বাংলাদেশের বিপাশা কবীরকে। বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবির আইটেম গানে এমন পোশাক পরে নেচেছেন তিনি।

সম্প্রতি পুবাইলে এর দৃশ্যধারণ হয়েছে।‘সেভেন ইয়ার ইচ’ চলচ্চিত্রের সেই দৃশ্যটি এখনো সিনেপাগলদের চোখে গেঁথে আছে। মেরিলিন মনরো নাচছেন। বাতাসে উল্টে যাচ্ছে তার স্কার্ট। দুই হাত দিয়ে প্রাণপন চেষ্টা করছেন সেটাকে আটকে রাখতে। এই একটি দৃশ্য নানাভাবে অনুকরণ করেছেন বিভিন্ন দেশের নামী দামি অনেক মডেল-অভিনেত্রী। এবার সেই দৃশ্যে অভিনয় করলেন বাংলাদেশের বিপাশা।

এ ব্যাপারে পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, ‘বিখ্যাত এই দৃশ্যটি নিজের মতো করে ধারণ করতে চেয়েছিলাম। বিপাশা কবীরকে প্রথমবার দেখেই মনে হয়েছিলো যে, তাকে দিয়ে সম্ভব হবে। অবশেষে কাজটি করতে পেরেছি। দর্শকদেরও ভালো লাগবে আশা করছি।

বিখ্যাত পোশাকটি ‘রাজনীতি’র জন্য ডিজাইন করেছেন মুসকান সুমিকা, জানান বুলবুল।‘রাজনীতি’তে অভিনয় করছেন শাকিব খান, অপু বিশ্বাস, আনিসুর রহমান মিলন, অমিত হাসান, আলী রাজ, সাদেক বাচ্চু, ডি জে সোহেল, সাবেরী আলম, রেবেকা, শম্পা রেজা, দেবাশীষ বিশ্বাস, সিবা শানু, সুব্রত প্রমুখ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular