গাজীপুরের কালিয়াকৈর থানার মৌচাক এলাকায় ছিনতাইকালে বিশ্ববিদ্যালয় ছাত্র তাজবীর হোসেন শিহান খুনের ঘটনায় পুলিশ একটি ছিনতাইকারীচক্রসহ ৬ জনকে গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে। পুলিশ বলছে- নিহত বিশ্ববিদ্যালয় ছাত্রের লুণ্ঠিত মোবাইল ফোনটি উদ্ধার করতে গিয়ে ছিনতাইকারী চক্রের সন্ধান পাওয়া যায়।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ সব তথ্য জানান
গ্রেপ্তারকৃতরা হলো- ময়মনসিংহের ধোবাউরা থানার আমগাছীহান্দা এলাকার মো. সরওয়ার হোসেন ওরফে শারু (২৮), কুড়িগ্রামের রৌমারী থানা কাশিয়াবাড়ী এলাকার নাজিম উদ্দিন ওরফে নয়ন (৩৫), একই জেলার ওলিপুর থানার মধুপুর এলাকার মো. ছাইফুল ইসলাম (৪২), লক্ষীপুর সদরের পূর্ব জামেরতলী এলাকার মো. জুয়েল (২৪), জয়পুরহাটের আক্কেলপুর থানা এলাকার মো. মিলন (২৭) এবং ভোলার চরফ্যাশন থানার আমিনাবাদ এলাকার চোরাই মোবাইল ফোন ক্রেতা-বিক্রেতা মো আনোয়ার হোসেন (৩৫)।
পুলিশ কর্মকর্তা বলেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও উত্তরায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন তাজবীর হোসেন শিহান। গত ১২ ডিসেম্বর তিনি ও জনৈক কাভার্ডভ্যান চালক মো. মাসুদুর রহমান মৌচাক এলাকার হানিফ স্পিনিং মিলের সামনে ভোর সোয়া পাঁচটার দিকে ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাজবীর হোসেন শিহানের হাটুতে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন, স্টুডেন্ট কার্ড, ভিসা কার্ডসহ মানিব্যাগ ও হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেয় এবং মাসুদুর রহমানকে চাকু মেরে তার মোবাইল ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তাজবীর হোসেন শিহান মৃত্যুবরণ করে। গুরুতর আহত অবস্থায় মাসুদুর রহমান নিকস্থ ক্লিনিকে চিকিৎসা নেয়। এ ব্যাপারে নিহতের পিতা তানভীর হোসেন নান্নু কালিয়াকৈর থানায় মামলা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রথমে নিহতের মোবাইলের সন্ধান করা হয়। এর সূত্র ধরে চোরাই মোবাইল ক্রেতা-বিক্রেতা মো. আনোয়ার হোসেনকে গাজীপুর মহানগরের সালনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য সোমবার রাতে সালনা, টঙ্গী ও মৌচাক এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত চাপাতি চাকুসহ বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার এবং লুন্ঠিত মোবাইল ফোন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট কার্ড, ভিসা কার্ডসহ মোট ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকতদের জিজ্ঞাসাবাদে বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরো বলেন, গ্রেপ্তারকৃতরা সিএনজিযোগে দীর্ঘদিন ধরে কালিয়াকৈরের চন্দ্রা, মৌচাক, গাজীপুর মহানগরের কোনাবাড়ী, জয়দেবপুর চৌরাস্তা, টঙ্গী, সালনা, শ্রীপুর থানা ইত্যাদি এলাকায় ছিনতাই কাজের সাথে জড়িত। তারা ছিনতাইকৃত ৪টি মোবাইল ফোন আনোয়ারের কাছে সাড়ে ৮টাকায় বিক্রি করেছিল।