মেহেরপুরের মুজিবনগরে শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসনাইন করিম, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোবারক হোসেন, আনন্দবাস এম এম একাডেমির প্রধান শিক্ষক মাহাবুবুল হাসান, জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আজিজুল হক সহ অত্র উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাগণ উপস্থিত ছিলেন।