মিরপুরে ‘বন্ধুর’ চাপাতির কোপে কিশোর খুন !

0
32

নিউজ ডেস্ক:

রাজধানীর মিরপুরে ‘বন্ধুর’ ধারালো অস্ত্রের আঘাতে আহত স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া স্কুলছাত্রের নাম সজীব (১৬)। তার বাবার নাম আবদুর রশিদ।সজীবের স্বজনরা জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বন্ধুর চাপাতির কোপে গুরুতর আহত হয় সজীব। তাকে প্রথমে মিরপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল আটটায় তার মৃত্যু হয়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ি থেকে জানানো হয়, ময়নাতদন্তের জন্য সজীবের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।