মালিবাগ ফ্লাইওভারে পুলিশের গাড়িতে আগুন

0
2

রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে পুলিশের গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাত ১১টা ২০ মিনিটের দিকে আমরা সংবাদ পাই মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে। সেখানে ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট গিয়ে আগুন সম্পূর্ণ নিইয়ন্ত্রণ করে ১১টা ৪২ মিনিটে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, পুলিশের গাড়ির কোনো ত্রুটি থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটে।

আগুন লাগার বিষয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই পুলিশের চলন্ত গাড়িতে আগুন দেখা যায়। গাড়ির বানেট খোলা ছিল। ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। গাড়িটি আংশিক পুড়ে গেছে।