নিউজ ডেস্ক:
মার্কিন টেক জায়ান্ট অ্যাপল তাদের রাউটার ব্যবসা বন্ধের ঘোষণা দিয়েছে। ধারণা করা হচ্ছে রাউটার ব্যবসায় কাঙ্খিত সাফল্য না পাওয়াতেই পণ্যটি গুটিয়ে নিচ্ছে তারা।
গত বৃহস্পতিবার আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে রাউটার ব্যবসা বন্ধের এ ঘোষণা দেয়।
প্রসঙ্গত, এতোদিন বাজারে অ্যাপলের তিনটি রাউটার চালু ছিল। সেগুলো হচ্ছে- এয়ারপোর্ট এক্সপ্রেস, এয়ারপোর্ট এক্সট্রিম এবং এয়ারপোর্ট টাইম ক্যাপসুল। এগুলোর দাম ছিল ৯৯ ডলার থেকে ২৯৯ ডলার।
আর অ্যাপলের নতুন সিদ্ধান্তের পর সরবরাহকৃত ইউনিট শেষে এসকল নেটওয়ার্কিং ডিভাইস আর বাজারে পাওয়া যাবে না।
২০১৬ সালেই অ্যাপল তাদের ওয়্যারলেস রাউটার ব্যবসা বিভাগ বন্ধের বিষয়ে ইঙ্গিত দিয়েছিল। সে সময় এসব নেটওয়ার্কিং ডিভাইসের নতুন কোনো হালনাগাদ না দেয়ার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।
বাজার বিশ্লেষকদের তথ্য মতে, অ্যাপল এমন এক সময় রাউটার ব্যবসা বন্ধ করতে যাচ্ছে, যখন গুগল ও এরোর মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নতুন রাউটার প্রযুক্তি নিয়ে কার্যক্রম জোরদার করছে। গুগল ব্র্যান্ডের নতুন প্রজন্মের রাউটার ভিন্ন অ্যাকসেস সুবিধা নিয়ে বাজারে আসবে। এসব ডিভাইসের জন্য গ্রাহকদের সর্বোচ্চ ৪৯৯ ডলার পর্যন্ত গুণতে হবে।