বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মার্কিন উপকূলে চক্কর দিচ্ছে রুশ বিমান !

নিউজ ডেস্ক:

রাশিয়ার বিমানবাহিনীর কয়েকটি বিমান বিগত চার দিনে যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকায় অন্তত চারবার চক্কর দিয়েছে বলে জানিয়েছে সিএনএন। এ সময় ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয় যুক্তরাষ্ট্র ও কানাডার সামরিক বিমান। তবে এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

শুক্রবার উত্তর আমেরিকা মহাকাশ প্রতিরক্ষা বিভাগের (নোরাড) এক মুখপাত্র জানায়, এরমধ্যে সর্বশেষ যে দুটি বিমান যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চক্কর দিয়েছে, তা খুবই ইঙ্গিতপূর্ণ।

জানা গেছে, বুধবারে দুটি আইএল-৩৮ বিমান আলাস্কার উপকূলে দেখা যায়। এই বিমানগুলো সাধারণত সামুদ্রিক বিমান হামলার কাজে ব্যবহৃত হয়। পরে বৃহস্পতিবার আরও দুটি ২-৯৫ বিমান একই এলাকায় চক্কর দেয়। এ ধরনের রুশ বিমান পারমাণবিক বোমা বহন করতে সক্ষম।

নোরাড এর পক্ষ থেকে আরও জানানো হয়, চক্কর দিলেও রুশ বিমানগুলো মার্কিন আকাশসীমা লংঘন করেনি। তবে সেগুলো যাতে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করতে না পারে, সেজন্য বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও কানাডার দুটি বিমান ওই অঞ্চলে পাঠোনো হয়েছিল। তাদের উপস্থিতি দেখে রুশ বিমানগুলো পিছু হটে বলেও দাবি নোরাডের।

এ ব্যাপারে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সিন স্পাইসার বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে অবগত আছি। রুশ বিমানগুলো যেখানে এসেছিল, তা খুব অস্বাভাবিক কিছু নয়। এরপরও আমরা বাড়তি নজর রাখছি। ‘ অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক নিয়মনীতি মেনেই আমাদের বিমানগুলো চলাচল করছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular