বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

মারা গেল পৃথিবীর সবচেয়ে ‘বয়সী’ পান্ডা !

নিউজ ডেস্ক:

মারা গেল পৃথিবীর সবচেয়ে ‘বয়সী’ জায়ান্ট পান্ডা ‘বাসি’। ৩৭ বছর বয়সে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফুঝোওয়ের এক চিড়িয়াখানায় পান্ডাটির মৃত্যু হয়েছে।

অন্যদিকে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন বৃহস্পতিবার তার স্মরণে আয়োজিত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে।

সাধারণত একটি পান্ডা সর্বোচ্চ ২০ বছর বাঁচে, বাসি প্রায় দ্বিগুণ আয়ু লাভ করেছে মানুষের হিসেবে তাকে শতবর্ষী বলা যায়। ৪-৫ বছর বয়সে ‘বাসি’ উপত্যকা থেকে উদ্ধার করা এই পান্ডাটির নাম রাখা হয় উপত্যকাটির নামেই।

ফুঝোওয়ের স্ট্রেইটস জায়ান্ট পান্ডা রিসার্চ অ্যান্ড এক্সচেঞ্জ সেন্টারের এক কর্মকর্তা জানান, আমরা গভীর দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে বাসি ৩৭ বছর বয়সে মারা গেছে। সে দেশে ও বিদেশে ছিল বন্ধুত্বের দেবদূত। তিনি বলেন, বাসির অনুপ্রেরণায় ১৯৯০ সালের এশিয়ান গেমসের মাসকট তৈরি করা হয়েছিল।

জায়ান্ট পান্ডা চীনের প্রতীক বলে বিবেচিত এবং খুব সংরক্ষিত। দশকব্যাপী সংরক্ষণ কার্যক্রম শেষে বিপন্ন প্রাণীর তালিকা থেকে পান্ডার নাম অপসারিত হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular