মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টা গ্রহণের আহ্বান !

0
34

নিউজ ডেস্ক:

মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে সম্মিলিত প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আজ সোমবার বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন আয়োজিত ‘মি. ঢাকা শরীর গঠন প্রতিযোগিতা- ২০১৭’ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

মাদককে দেশের জন্য একটি অন্যতম বড় সমস্যা হিসেবে উল্লেখ করে এর প্রতিরোধে বেশি বেশি সাংস্কৃতিক চর্চা, শরীর চর্চাসহ সামাজিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি গ্রহণের উপর গুরুত্বারোপ করেন মেয়র।
সাঈদ খোকন বলেন, শুধু আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী দিয়ে মাদকের প্রতিরোধ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা।

ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হাসান আলোর সভাপতিত্বে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে সেলিম আল মাহমুদ স্মরণে দুদিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন, আবু আহমেদ মান্নাফী, ড. আওলাদ হোসেন ও বডি বিল্ডার্স ফেডারেশনের জিএস নজরুল ইসলাম।

মেয়র সাঈদ খোকন কর্পোরেশন পরিচালিত শরীর চর্চা কেন্দ্রগুলোর সংস্কার, শরীর চর্চার প্রয়োজনীয় উপকরন প্রদান করার ঘোষণা দেন।