শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

মাদক ও চোরাচালান রোধে জীবননগরে বিজিবির মতবিনিময় সভা

নিউজ ডেস্ক:জীবননগর সীমান্ত ইউনিয়নে মাদক ও চোরাচালান রোধে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় সীমান্ত ইউনিয়ন পরিষদের হলরুমে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ খালিশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন খালিশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবির) উপঅধিনায়ক মেজর কামরুল হাসান, সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দিন মঈন, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক মোল্লা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসাবুল হক মিল্টন। এ ছাড়াও স্থানয়ি ইউপি মেম্বার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে, মতবিনিময় সভা শেষে লে. কর্নেল কামরুল আহসান করতোয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সীমান্তে অবৈধ পারাপার, নারী ও শিশু পাচার, চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা এবং শিক্ষার্থীদেরকে পড়াশোনার ব্যাপারে উৎসাহ প্রদান করেন। মতবিনিময় শেষে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular