মাঠে ফেরার জন‌্য প্রস্তুত তানজিম

0
2

ফিটনেস টেস্টে পাস করে মাঠে ফেরার ছাড়পত্র পেলেন জাতীয় দলের পসার তানজিম হাসান সাকিব। ফিটনেস টেস্টের পর সোমবার রাতে বিসিবির মেডিকেল বিভাগ তাকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার ছাড়পত্র দিয়েছে।

এর আগ থেকেই তানজিম পুরোদমে বোলিং শুরু করেছিলেন। মিরপুরের একাডেমি মাঠে চলছিল তার পুনর্বাসন প্রক্রিয়া। ডানহাতি পেস বোলার বাংলাদেশের সীমিত পরিসরের দলের নিয়মিত সদ‌স‌্য। সাদা বলে তার কার্যকারীতা দারুণ। ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম‌্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারেননি তানজিম।

জাতীয় ক্রিকেট লিগে মাঠে নামার আগে ঘাড়ের চোটে পড়েন তিনি। ঘাড় নাড়াতে কষ্ট হচ্ছিল তার। নিজের বিভাগীয় দল, সিলেট বিভাগের হয়ে এ কারণে মাঠে নামা হয়নি তার। পরবর্তীতে বিসিবির মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে তার পুনর্বাসনের প্রক্রিয়া চলে। কিছুদিন বিশ্রামের পর পুরোদমে বোলিং করে এখন মাঠে ফেরার জন‌্য প্রস্তুত তানজিম।

জাতীয় নির্বাচক প‌্যানেলের একজন সদস‌্য বলেছেন,‘ফিটনেস পরীক্ষায় পাস করেছে সে। যা আমাদের জন‌্য স্বস্তিদায়ক। কেননা সাদা বলের ক্রিকেটে সে আমাদের দলের নিয়মিত সদস‌্য। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে আমরা তাকে মিস করেছিলাম। যদিও তার পরিবর্তে যারা খেলেছে তারা পারফর্ম করেছে। আমাদের পেসারদের মধ‌্যে একটা স্বাস্থ‌্যকর প্রতিযোগিতা আছে। যেটা দলের জন‌্য ভালো। দলের সেরা ক্রিকেটারকেই বেছে নেয়া হবে।’

তানজিমকে সবশেষ মাঠে দেখা হয়েছিল ভারতের বিপক্ষে দিল্লি এবং হায়দরাবাদে টি-টোয়েন্টি ম‌্যাচে। ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে দলে দেখা যেতে পারে। বাংলাদেশ দল দুই ম‌্যাচের টেস্ট সিরিজের পর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।

এর আগেই অবশ‌্য প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সুযোগ রয়েছে তার। পাঁচ দলের অংশগ্রহণে ওয়েস্ট ইন্ডিজে হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ। এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে তানজিমকে দলে নিয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স।প্রথমবারের মতো হতে যাওয়া টুর্নামেন্টটি শুরু হবে আগামী ২৬ নভেম্বর, শেষ ৭ ডিসেম্বর।