বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মাটিভর্তি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত!

নিউজ ডেস্ক:র্শনায় গভীর রাতে মাটিভর্তি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রহেদুল ইসলাম (২২) নামের এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে দর্শনা-হিজলগাড়ী সড়কের দর্শনা পৌর সীমানার পিলারের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টরচালক দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের ক্যাম্প পাড়ার শহিদুল ইসলাম ও দর্শনা পৌরসভার মহিলা কাউন্সিলর ফুলছুরাতুন নেছার ছেলে।
জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে দর্শনার দোস্ত গ্রামের মাঠ থেকে ট্রাক্টরে মাটিভর্তি করে উথলীর উদ্দেশে আসছিল রহেদুল ইসলাম। পথের মধ্যে দামুড়হুদার দুধপাতিলা গ্রামের দোয়েল ইটভাটার অদূরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি গাছের সঙ্গে ধাক্কা মেরে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে চালক রহিদুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর তাঁর লাশের জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular