মা-মেয়ের এই ছবি নিয়েই বিভ্রান্ত সোশ্যাল মিডিয়া!

0
58

নিউজ ডেস্ক:

ইনস্টাগ্রাম আর স্ন্যাপচ্যাটের দৌলতে কিয়েনা বুকার সোশ্যাল মিডিয়ায় একটি পরিচিত মুখ। তার ইনস্টগ্রাম হ্যান্ডলেই উল্লিখিত রয়েছে তিনি তিন সন্তানের মা।

সম্প্রতি তার ও তার দুই কিশোরী মেয়ের একটি ছবি নিয়ে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ কে মা আর কে মেয়ে, তা সেই ছবি দেখে বোঝার কোনও উপায় নেই।

কিয়েনার বয়স এখন ৪০। বড় দুই মেয়ে হাইস্কুলের ছাত্রী। মেয়েদের সঙ্গে তার সেই ছবিতে তাকে এতটাই তরুণী দেখাচ্ছে যে বিভ্রান্তি অনিবার্য। তার মেয়ে কে’লিয়েনা এবং কোলিয়েয়ার বয়স এই মুহূর্তে যথাক্রমে ১৮ এবং ১৬। যৌবনের চৌকাঠ পার করা মা কী করে এই সদ্যতরুণীদের সমকক্ষতা অর্জন করেছেন, তাই নিয়ে মাথার ঘাম পায়ে ফেলছেন সোশ্যাল মিডিয়ার মানুষ।

অনেকেই কিয়েনার বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু এর জবাবও কিয়েনা দিয়েছেন ইনস্টাগ্রামে আরও একটি ফটো আপলাড করে।
এই ছবিটি যে বেশ কয়েক বছর আগেকার, তা বলে দিতে হয় না। আর এই ছবিতে মা ও মেয়েদের বয়সের ফারাকটা রীতিমতো স্পষ্ট।

প্রসঙ্গত, কিয়েনা এক জনপ্রিয় ইউটিউব চ্যানেল চালান। তার ভিডিওগুলির বিষয় তার নিজের চুল। সুকেশিনী কিয়েনা বিভিন্ন হেয়ারস্টাইলের ভিডিও উপস্থাপন করেন তার চ্যানেলে। বয়স থমকে যাওয়ার সেই রহস্য ফাঁস করতে চান না কিয়েনা। অসম্ভব ধর্মপ্রাণ এই নারী ঈশ্বরের হাতেই ছেড়ে দেন যাবতীয় প্রশ্নের উত্তর।