স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বাজারের হাজী ইউসুফ মার্কেটের একটি সোনার দোকানে দুধর্ষ চুরি হয়েছে। চোরেরা মার্কেটের রুপা জুয়েলার্স নামে একটি সোনার দোকানের গ্রীল কেটে নগদ চার লাখ টাকা ও ৬ লাখ টাকা মুল্যের ১৫ ভরি সোনা নিয়ে গেছে। পুলিশ এ ঘটনায় ইসমাইল হোসেন নামে এক নাইটগার্ডকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। রুপা জুয়েলার্সের মালিক সুনিল কুমার জানান, মঙ্গলবার রাতের কোন এক সময়ে তার দোকানের গ্রীল কেটে চোরেরা নগদ টাকা ও সোনা নিয়ে যায়। সকালে দোকান খুলতে এসে গ্রীল ভাঙ্গা দেখতে পেয়ে আমি পুলিশকে খবর দিই। বিষয়টি নিয়ে মহেশপুর থানার ওসি আহম্মেদ কবির বুধবার বিকালে জানান, খবর পেয়ে আমি সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। সোনার দোকানের গ্রীল বিশেষ যন্ত্র দিয়ে কাটা দেখা গেছে। ওসি বলেন, দোকানের মালিককে থানায় অভিযোগ দিতে বলেছি।