মহেশপুরে ভ্রাম্যমান আদালতের হানায় ৩ মাদক ব্যবসায়ীর জেল জরিমানা !

0
35

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

ঝিনাইদহের মহেশপুর ৩ মাদক ব্যবসায়ীকে জেল জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাফুর রহমান এ দন্ডাদেশ প্রদান করেন।

ঝিনাইদহ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুর উপজেলার ভগবতীতলা ও সোজিয়া গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে।

এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালিয়ে ১শ গ্রাম গাঁজাসহ ভগবতীতলা গ্রামের মৃত হাকিম সর্দারের ছেলে রবিউল সর্দার (৪৫), রবিউল সর্দারের স্ত্রী ছকিনা বেগম ও সেজিয়া গ্রামের মৃত গোলাম মন্ডলের ছেলে আমির হোসেন (৩৫) কে ৬০ লিটার তাড়িসহ আটক করে।

পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে রবিউল সর্দার ও তার স্ত্রীকে ১০ হাজার টাকা ও আমির হোসেনকে ৬ মাসের কারাদন্ড প্রদান করে। ভ্রাম্যমান আদালতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, পাপিয়া সুলতানা, সিপাই জিএম শহিদুল ইসলাম, আব্দুল আজিজ খান, সাইদুল হকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।