মহেশপুরে দোকানের ভেঙ্গে নগত টাকাসহ ৫ লাখ টাকার সিগারেট চুরি

0
33

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর কাচাঁ বাজারের মেসার্স এস টের্ডাস দোকানের ভেন্টিলেটর ভেঙ্গে নগত টাকাসহ ৫ লাখ টাকার সিগারেট চুরি করে পালিয়েছে চুরি করতে আসা উলুঙ্গ চোর। এ সময় চোর ২টি দা,১টি প্লাস,১টি সিলাইরেঞ্জ ও কয়েকটি বাটালি ফেলে রেখে গেছে।এ ঘটনাটি ঘটেছে গত বুধবার গভীর রাতের কোন এক সময়। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ৩০-৩৫ বছর বয়সী এক মুখ বাধা চোর দোকানের ভিতরে ঢুকে উলুঙ্গ হয়ে দোকানের সিসিটিভির ক্যামেরা গুলো উল্টো করে রেখে চুরি করছে। মেসার্স এস টের্ডাসের মালিক শওকত মিয়া জানান, বুধবার গভীর রাতের কোন একসময় চোরেরা দোকানের পিছনের ভেন্টিলেটর ভেঙ্গে দোকানের ভিতরে ঢুকে নগত প্রায় ৩০ হাজার টাকা ও প্রায় ৫ লাখ টাকার বেনসোন ও গোল্ডলিফ সিগারেট চুরি করে নিয়ে গেছে। মহেশপুর থানা পুলিশ চুরি যাওয়া দোকার পরিদশন করেছেন।