মহেশপুরে ট্রাক ও মটর সাইকেলের মুখো-মুখি সংঘর্ষে চালক নিহত, আহত-১

0
42

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও মটর সাইকেলের মুখো-মুখি সংঘর্ষে মটর সাইকেল চালক ইমন (২০) নিহত হয়েছে। এসময় মটর সাইকেল আরোহী রিপন (৩০) নামে একজন আহত হয়েছে। জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার ভালাইপুর-খালিশপুর সড়কের বালির গর্ত নামক স্থানে ট্রাক ও মটর সাইকেলের মুখো-মুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ইমন তাকে মৃত ঘোষনা করেন। নিহত ইমন মহেশপুর উপজেলার বামনগাছী (বেলেমাঠ) গ্রামের মতিয়ার রহমান মতির ছেলে ও আহত রিপন একই গ্রামের আবুল হসেনের ছেলে। এ ব্যাপারে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ভালাইপুর-খালিশপুর সড়কে ট্রাক ও মটর সাইকেলের মুখো মুখি সংঘর্ষে ১জন নিহত ও ১জন আহত হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।