বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মহেশপুর সীমান্তে ৭ কোটি টাকার এলএসডি মাদকসহ আটক ৩

নিজিস্ব প্রতিবেদকঃ

ভারত থেকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে আসা এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড) মাদকের চালানসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

গতকাল মঙ্গলবার দুপুরে মহেশপুর উপজেলার কুসুমপুর এলাকার বিত্তিপাড়া গ্রাম থেকে ৭ কোটি ৩৪ লাখ টাকা মূল্যের এই মাদকের চালান আটক করে বিজিবি। এসময় মহেশপুরের পিপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজ, নড়াইলের লোহাগড়া উপজেলার কালাচাঁদপুর গ্রামের জাফর শেখের ছেলে ইমাম হোসেন ও কক্সবাজারের মহেশখালী এলাকার শের আলীর ছলে মোবারক আলীকে আটক করা হয়।

বিজিবি তাদের কাছ থেকে ৭ বোতল ভারতীয় এলএসডি মাদক, মোবাইল, জর্জেট শাড়ি, বিভিন্ন প্রকার কসমেটিক্স দ্রব্য ও ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৭ কোটি ৩৪ লাখ ৬৯ হাজার ৪০৪ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।

মহেশপুরের খালিশপুর-৫৮ বিজিবির উপ-পরিচালক মেজর মোল্লা ওবায়েদুর রহমান জানান, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে কয়েকজন চোরাকারবারি মাথায় বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এসময় তারা বস্তা ফেলে পালানোর চেষ্টা করলে তিন চোরাকারবারিকে আটক ও ওইসব মালামাল জব্দ করে বিজিবি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular