বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মহেশপুর থেকে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক:ঝিনাইদহের মহেশপুর উপজেলায় গতকাল বুধবার দুপুর থেকে অভিযান চালিয়ে চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইলের সিম, ট্যাব, মেমোরি কার্ড, কার্টার, সেলাই রেঞ্জ, স্ক্রু-ড্রাইভার, তালা কাটার যন্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন ঢাকার যাত্রাবাড়ি এলাকার হোসেন আলীর ছেলে কবির হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার তিন লাখ পীর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রনি, কুমিল্লার মুরাদনগর উপজেলার তারাদীঘিরপাড় গ্রামের ইসমাইলের ছেলে ইব্রাহীম, নরসিংদীর রায়পুরা উপজেলার মক্কিনাগড় জমাদ্দাবাড়ি গ্রামের বাচ্চুর ছেলে রুবেল, কুমিল্লার চান্দিনার নবাবপুর গ্রামের র‌্যাপতি দাসের ছেলে মো. মোরশেদ ও কুমিল্লার দেবিদার উপজেলার গংগানগর গ্রামের হামিদ আলীর ছেলে রিপন। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, চোর চক্রটি এত দিন ঝিনাইদহ অঞ্চলে বিশেষ কৌশলে চুরি করে আসছিল। তাঁদের কাছ থেকে উদ্ধার করা মালামাল দেখে মনে হয়, তাঁরা পেশাদার চোর। গতকাল বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular