মহাকাশে ভেঙে পড়ল বোয়িংয়ের স্যাটেলাইট

0
8

মহাকাশ কক্ষপথে ভেঙে পড়েছে অ্যারোপ্লেন ও নভোযান নির্মাতা কোম্পানি বোয়িংয়ের নকশা ও নির্মাণ করা একটি যোগাযোগ স্যাটেলাইট। ‘আইএস–৩৩ই’ নামের এ স্যাটেলাইটটি পুরোপুরি ভেঙে পড়ার খবর নিশ্চিত করেছে এর অপারেটর কোম্পানি ইনটেলস্যাট, যার ফলে তাদের ইউরোপ, আফ্রিকা ও এশিয়া–প্যাসিফিক অঞ্চলের কিছু অংশের গ্রাহক সেবায় সমস্যা দেখা দিয়েছে। কোম্পানিটি আরও বলছে, এ ঘটনার বিস্তারিত তদন্তের জন্য তারা বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। খবর বিডিনিউজের।

সাম্প্রতিককালে একাধিক জায়গায় সমস্যার মুখে পড়েছে বোয়িং। এর মধ্যে রয়েছে কোম্পানির বাণিজ্যিক প্লেন ব্যবসায় নিষেধাজ্ঞা ও স্টারলাইনার রকেট সংশ্লিষ্ট জটিলতার মতো বিষয়গুলো। স্যাটেলাইটটির ডেটা ও পর্যবেক্ষণগুলো বিশ্লেষণের জন্য আমরা এর নির্মাতা কোম্পানি বোয়িং ও বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে কাজ করছি, বলেছে ইনটেলস্যাট।

তবে বিষয়টি নিয়ে বোয়িং বিবিসির কাছে সরাসরি মন্তব্য না করলেও এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্পেস–ট্র্যাকিং ওয়েবসাইট স্পেস্টট্র্যাক। ইউএস স্পেস ফোর্সেস (ইউএসএসএফ) বলেছে, তারা এখন স্যাটেলাইটটির প্রায় ২০টি টুকরা ট্র্যাক করে দেখছে।