মসজিদ খালি রেখে ছাদে তারাবির জামাত করা

0
7

আমার নাম আল কাউসার সুমন। আমার বাড়ি বাগেরহাটের মোল্লারহাটে। গত রমজানে তারাবিরর সময় প্রচণ্ড গরমের কারণে মহল্লার মসজিদে তারাবি পড়া কঠিন হয়ে যায়। গরমের কারণে অনেকে তারাবির জামাতে অংশগ্রহণ করেনি। তাই এবার মহল্লার কোনো কোনো মুরুব্বি দাবি করেছেন ফরজ নামাজের পর তারাবির নামাজ মসজিদের ছাদে বা মসজিদের সামনের খোলা বারান্দায় পড়া হোক। এভাবে মসজিদের ছাদে বা খোলা বারান্দায় তারাবির নামাজের জামাত করা কি বৈধ?

প্রাজ্ঞ আলেমরা বলেন, জামাতে নামাজ আদায়ের সাধারণ নিয়ম হলো, মসজিদের ভেতরে মূল অংশে তা আদায় করা। শরিয়ত অনুমোদিত কোনো কারণ ছাড়া অথবা সামান্য অসুবিধার জন্য মসজিদের মূল অংশ খালি রেখে ছাদে বা খোলা বারান্দায় জামাত করা অনুচিত। সুতরাং মুরব্বিদের দাবির প্রেক্ষিতে সামান্য গরমের কারণে মসজিদ ছেড়ে ছাদে বা খোলা বারান্দায় তারাবির জামাত করা ঠিক হবে না। তবে যদি গরম এত বেশি হয় যে, দীর্ঘ সময় নামাজ পড়লে মুসল্লিরা নামাজের একাগ্রতা ধরে রাখতে পারবে না অথবা বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা আরো বেশি অসুস্থ হয়ে পড়বে বলে প্রবল ভয় হয়, তবে সেক্ষেত্রে মসজিদের ছাদে বা খোলা বারান্দায় তারাবির জামাত করা যেতে পারে। (আলমুহিতুল বুরহানি : ২/২৬৪; খুলাসাতুল ফাতাওয়া ১/৬৫; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩২২; রদ্দুল মুহতার ১/৬৫৬)

আল্লাহ সর্ববিষয়ে সবচেয়ে ভালো জানেন।