বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মন্ত্রী হলেই সংগঠন থেকে পদত্যাগ করার কোনো বিধান নেই !

নিউজ ডেস্ক:

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, “শিয়ালের গায়ে বাঘের চামড়া দিলেই সে বাঘ হয়ে যাওয়া যায় না, সে শিয়ালই থাকে। ৪৭ বছর ধরে শ্রমিক রাজনীতি করছি। মন্ত্রী বা এমপি হয়েও শ্রমিকদের স্বার্থ রক্ষা করছি। “গতকাল শনিবার দুপুরে খুলনা হাদিস পার্কে  গ্রাম পুলিশের খুলনা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘তার বাসায় আগেই শ্রমিক সমস্যা নিয়ে বৈঠক হয়েছে। মন্ত্রী হলেই শ্রমিক সংগঠন থেকে পদত্যাগ করতে হবে সে ধরনের কোনো বিধান নেই। আদালত বাস্তব অবস্থা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিবেন।

এ সময় তিনি আরও বলেন, ‘কেউ ক্ষুব্ধ হলে যে কোনো কিছু করতে পারে। কারণ তখন তাদের স্বাভাবিক জ্ঞান লোপ পায়। ভবতোষ বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন গাজী ম ম আমজাদ হোসেন এমপি, গ্রাম পুলিশের প্রধান সমন্বয়কারী রাজেকুজ্জামান রতন, সাবেক এসপি মাহবুব উদ্দিন, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular