নিউজ ডেস্ক:
তিন বছর পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত হয়েছে বিএনপি নেত্রী খালেদা জিয়ার। নতুন ইসি গঠন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বেশ আন্তরিক পরিবেশে। রোববার বিকেলে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি এসেই প্রথমে বিএনপি চেয়ারপার্সনের খোঁজ নেন। জানতে চান, তিনি কেমন আছেন। উত্তরে খালেদা জিয়া বলেন, আছি, মোটামুটি আছি।
এরপর বিএনপির অন্য নেতাদের সঙ্গেও কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি। মঈন খানের সঙ্গে কুশল বিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, কী নাতিন জামাই কেমন আছেন?
পরে নিজের চেয়ারে বসে খালেদা জিয়ার উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, মঈন সাহেবতো আমার নাতিন জামাই। এ সময় খালেদা হেসে বলেন, তাই নাকি?
আবদুল হামিদ তার স্পিকার থাকার দিনগুলোর কথা স্মরণ করেন। সাবেক বিরোধী দলীয় নেতা খালেদাকে তিনি বলেন, আগে সংসদে থাকতে তো দেখা হত। এখন তো দূরে থাকি। তাই আর দেখা হয় না।
রাষ্ট্রপতির কার্যালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বিডি নিউজ জানায়, বৈঠকে বিএনপি প্রতিনিধি দলকে ফলের রস, চিকেন পেটিস, চিকের স্যান্ডুইচ, ফিশ ফিঙ্গার, কাজু বাদাম, গুঁড়ের সন্দেশ আর চা দিয়ে আপ্যায়ন করা হয়।
এরপর বিকেল ৫টা ৩৫ মিনিটে বৈঠক শেষে সবাইকে নিয়ে বেরিয়ে আসেন রাষ্ট্রপতি। এ সময় বঙ্গভবনের অক্টাগনালে দাঁড়িয়ে বিএনপি প্রতিনিধি দলকে বিদায় জানান তিনি।
প্রতিনিধি দলে ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী।