নিউজ ডেস্ক:
সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল মার্কিন স্ট্রাটেজিক কমান্ড বা স্টার্টকম সামরিক মহড়া ‘গ্লোবাল থান্ডার’। এই মহড়ায় অংশগ্রহণকারী এয়ারফোর্স বিশ্বের যে কোনও স্থানে যে কোনও সময় ভয়ঙ্কর হামলা চালাতে সক্ষম বলে দাবি দেশটির প্রতিরক্ষা অধিদফর পেন্টগনের।
মূলত রাশিয়ার সামরিক বাহিনী বিশাল সামরিক মহড়ার মাধ্যমে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার কয়েক দিন পরই ‘গ্লোবাল থান্ডার’ মহড়া শুরু করে যুক্তরাষ্ট্র।
এছাড়া বিশ্বের যে সব স্থানে মার্কিন গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে মহড়ার প্রয়োজনে যখন ইচ্ছে তখনই তাদের সক্ষমতা যাচাই করা হবে। এমনটাই জানিয়েছেন স্টার্টকমের কমান্ডার মার্কিন বিমান বাহিনীর জেনারেল জন হাইটেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মহড়ার মাধ্যমে স্ট্রার্টকমের আওতাধীন সব সক্ষমতার সমন্বয় ঘটানো হবে। বিশ্বের যে কোনও স্থানে যে কোনও সময়ে যে কোনও মার্কিন শত্রুর বিরুদ্ধে অভিযানের লক্ষ্যে এই সমন্বয় ঘটানো হবে বলেও বিবৃতি উল্লেখ করা হয়। তবে কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তির আওতায় গুরুত্বপূর্ণ সামরিক মহড়ার বিষয়ে ওয়াশিংটন ও মস্কো পরস্পরকে আগেই অবহিত করে।