ভূতের ছবি দেখার পরই তরুণীর সঙ্গে অলৌকিক কাণ্ড! (ভিডিও)

0
87

নিউজ ডেস্ক:

বক্স অফিসে রমরমিয়ে চলছে ভূতের ছবি ‘অ্যানাবেল: ক্রিয়েশন। ’ অনেকেই জানিয়েছেন, সাম্প্রতিক অন্যান্য সব হলিউড হরর ছবিকে ভয়ের নিরিখে পেছনে ফেলে দিয়েছে এই ছবিটি।

সেই ছবি দেখার পরই অদ্ভুতুড়ে কাণ্ড ঘটেছে ২০ বছরের এক ব্রাজিলিয়ান যুবতীর সঙ্গে।

গত শুক্রবার টেরেসিনার এক শপিং মলের হলে বন্ধুদের সঙ্গে রাতের শোয়ে ছবিটি দেখতে গিয়েছিলেন তিনি। ছবি দেখার সময় সব ঠিকঠাকই ছিল। কিন্তু বেরিয়েই অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন তিনি। শপিং মলের মধ্যেই চিৎকার করতে শুরু করেন। এমনকী মাটিতে হামাগুড়ি খেতে থাকেন। নিজের গালে সজোরে ঘুষিও মারতে থাকেন তিনি। তাঁর অদ্ভুত আচরণ দেখে ভয় পেয়ে যান বন্ধুরাও। যুবতীকে শান্ত করার চেষ্টা করেন তাঁরা।

একটি ইংরাজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাকে সামলানো এতটাই কঠিন হয়ে পড়ে যে যুবতীকে সোজা হাসপাতালে নিয়ে যেতে হয়। গোটা ঘটনা মোবাইলে রেকর্ড করেছেন মলে উপস্থিত কোন এক ব্যক্তি। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। দেখে নিন যুবতীর ভয় পাওয়ার সেই ভিডিও।