বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

‘ভিরে দি কী ওয়েডিং’ ছবির পোস্টার প্রকাশ !

নিউজ ডেস্ক:

বলিউডে প্রচলিত আছে এক নায়িকা নাকি আরেক নায়িকার ছায়াও মাড়াতে চান না। কিন্তু প্রচলিত এ বক্তব্যকে বুড়ো আঙুল দেখিয়ে চার নায়িকা মিলেই সিনেমা করছেন।
যাতে নায়কই নেই। সিনেমাতে তারাই নায়ক। এরা হলেন সোনম কাপুর, কারিনা কাপুর, সোয়ারা ভাস্কর ও শিখা তালসানিয়া। ছবির নাম ‘ভিরে দি কী ওয়েডিং’। বিয়েতে চার বন্ধুর যোগ দেয়া নিয়েই এগিয়েছে রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমার গল্প।

গতকাল মঙ্গলবার ছবির পোস্টার প্রকাশ করা হয়েছে। এতে বিয়ের জন্য সোনালী, কমলা, হলুদ রঙের জমকালো গহনা, পোশাকে সাজতে দেখা গেছে চার অভিনেত্রীকে। কেউ জুতা পরছেন, কেউ শাড়ি ভাঁজ করছেন, কেউ জামা ঠিক করছেন।

‘ভিরে দি কী ওয়েডিং’ ছবিটি পরিচালনা করছেন শশাঙ্ক ঘোষ।
প্রযোজক সোনমের বড় বোন রিহা। ছবিটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। গত বছরের ডিসেম্বরে মা হওয়ার পর এটাই কারিনার প্রথম ছবি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular