নিউজ ডেস্ক:
ভারতের ‘খাদি’ নামের একটি কোম্পানি অভিনব একটি জ্যাকেট এনেছে। এটি পরলে প্রচণ্ড গরমে স্বস্তিতে থাকা যাবে। তাপমাত্রা ৪০ ডিগ্রিতে উঠে গেলেও অনুভব করা যাবে ঠাণ্ডা। গরম লাগলে ব্যাটারি চালিত এসি জ্যাকেটটির একটি বোতাম চাপলেই হবে।
ভারতের কেন্দ্রীয় ক্ষুদ্রশিল্প ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গিরিরাজ সিং সম্প্রতি ওই জ্যাকেট উদ্বোধন করেছেন। কেবল গরম নয়, শীতকালের জন্যও হিটার এর ব্যবস্থা আছে। লাল বোতাম টিপলে হাড়কাঁপানো শীতেও শরীর গরম হবে। আর সবুজ বোতাম টিপলে হবে ঠান্ডা।
খুব শীঘ্রই বিক্রির জন্য বিভিন্ন শো রুমে জ্যাকেটটি ছাড়া হবে। জ্যাকেটটির দাম ১৮ হাজার থেকে শুরু করে ২৫ হাজার রুপি পর্যন্ত। ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির এক ছাত্র জ্যাকেটটির ডিজাইন তৈরি করেছেন।