বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ভারতীয় ১০টি গরু ও ফেনসিডিল উদ্ধার

দামুড়হুদার পৃথক স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান

নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার পৃথক সময় পৃথক আয়োজনে এসব চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল রোববার রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. আব্দুর রাজ্জাক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর সীমান্তে জয়নগর মাঠ থেকে ১৫ বোতল ফেনসিডিল ও ৪ বোতল মদ উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল ও মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। অপর দিকে, গতকাল রোববার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রমজান আলী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত নাস্তিপুর সীমান্তের মেইন পিলার ৮০-এর নিকট থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর মাঠ থেকে ১০টি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

 

Similar Articles

Advertismentspot_img

Most Popular