ভাই আর বাবুটাকে শেষ বিদায় জানাতে এসেছি

0
16

নিউজ ডেস্ক: নেপালে বিমান দুর্ঘটনায় আহত যে তিন বাংলাদেশিকে নেপাল থেকে ফিরিয়ে এনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় তাদের একজন হলেন মাহমুদুল হাসান মেহেদী। এখনো হাতে রয়েছে, স্যালাইন দেওয়ার ক্যানোলা, ঘাড়ে রয়েছে আলাদা সাপোর্ট।

সব উপেক্ষা করে সোমবার প্রিয়জনদের জানাজায় অংশ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আর্মি স্টেডিয়ামে এসেছেন মেহেদি।

এই শারীরিক অবস্থায় কেন এলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভাই আর বাবুটাকে শেষ বিদায় জানাতে এসেছি।’

জানাজা শেষে আবারও হাসপাতালে ফিরবেন মেহেদি হাসান। তার ঘাড়, মাথাসহ বিভিন্ন জায়গায় রয়েছে আঘাতের দাগ। গত শুক্রবার বিমান দুর্ঘটনায় আহত তিনজনকে নেপাল থেকে ফিরিয়ে আনা হয়। এরপর তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। নেপালে থেকে নিয়ে আসা আরও দুজন হলেন- আনমুন নাহার অ্যানি ও কামরুন্নাহার স্বর্ণা।

ইউএস-বাংলার বিমানে মেহেদীর সঙ্গে নেপাল যাচ্ছিলেন তার ফুফাতো ভাই ফারুক আহমেদ প্রিয়ক ও তার স্ত্রী আনমুন নাহার অ্যানি এবং তাদের আড়াই বছরের শিশুসন্তান তামান্না প্রিয়ম্মী। তারা পাশাপাশি সিটে বসেছিলেন। বিমান দুর্ঘটনায় ফারুক আহমেদ প্রিয়ক ও তার শিশুসন্তান তামান্না মারা যান।