বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বড়াইগ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই !

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ

নাটোরে অস্ত্রের মুখে জিম্মি করে চালকসহ দুই যুবককে বেঁধে রেখে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছেে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩০শে মার্চ) সকাল ৯টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় প্রকাশ্যে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থরা বড়াইগ্রাম উপজেলার বাজিতপুর গ্রামের জনিম উদ্দিনের ছেলে সুমন (২৬) ও মহসিন আলীর ছেলে হাসান আলী (২৯)।
বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান জানান, বৃহস্পতিবার সকালে মানিকপুর এলাকায় একটি পুকুর পাড়ে মোটরসাইকেল রেখে মাছের খাবার দিচ্ছিলেন সুমন ও হাসান। এসময় অজ্ঞাত ৫/৬ জন যুবক তাদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এ সময় সুমন ও হাসান চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে তাদের হাত-পায়ের বাধঁন খুলে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে রিপোর্ট তৈরী হওয়া পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular