শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

বৈষম্যবিরোধী নামধারী শীর্ষ নেতার নির্দেশে কুয়েটে ছাত্রদলের ওপর হামলা: রাকিব

শিবিরের সন্ত্রাসীরা ছাত্রদের বেশ ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার বাঁধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এই অপচেষ্টা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে রাকিব বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শিবির কমিটি করে যদি ছাত্র রাজনীতি করতে পারে- তাহলে ছাত্রদল কেন পারবে না? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু কথিত শিক্ষার্থী ও শিবিরের সন্ত্রাসীরা কুয়েটে ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে বলেও দাবি করেন তিনি।

এর আগে সকালে এক সভায় অংশ নিয়ে রাকিব বলেন, গুপ্ত সংগঠনের নেতারা সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। গুপ্ত রাজনীতির নেতারাই আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়তারা করছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular