বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বেনাপোলে পৌণে ৩ কেজি স্বর্ণের বারসহ নারী আটক

মোঃ জাহিরুল ইসলাম,শার্শা (বেনাপোল )প্রতিনিধিঃ ২৪ ঘন্টার ব্যবধানে বেনাপোল ১১ পিস (পৌণে ৩ কেজি) স্বর্ণের  বারসহ রোখসানা বেগম (৩১)  নামের একজন নারী স্বর্ণ পাচারকারী  পাসপোর্টযাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। শনিবার সকাল ১০ টার সময় চেকপোষ্ট নোম্যান্সল্যান্ড এলাকা থেকে শুল্ক গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। এ নিয়ে গত এক সপ্তাহের ব্যবধানে ৪ বার স্বর্ণসহ ৪ পাসপোর্টযাত্রী  আটক হলো বেনাপোল চেকপোষ্টে।
আটক স্বর্ণপাচারকারী পাসপোর্টযাত্রী ঢাকা  জেলার মানিকনগর ওয়ারী মুগদা এলাকার আবুল হোসেনের মেয়ে। তার পাসপোর্ট নং- বিজে ০৪৯৯২১৯। তবে কিভাবে আটক মহিলা কাস্টমের তল্লাশী কেন্দ্র পার হয়ে গেল তা নিয়ে গোয়েন্দা সংস্থা গুলো তদন্ত শুরু করেছে।
বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদফতরের উপ- পরিচালক মোহাম্মাদ আব্দুস সাদিক জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে বিপুল পরিমান সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দার একটি টিম নোম্যান্সল্যান্ড এলাকায় ভারতগামী পাসপোর্ট যাত্রী রোখসানা বেগমকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে শরীরে বিশেষ কায়দায় লুকানো পৌনে ৩ কেজি ওজনের ১১টি  স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক সোনার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা বলে গোয়েন্দা কর্মকর্তা জানান।
তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্নের বার বেনাপোল কাস্টমসে জমা হবে এবং আটক স্বর্ণপাচারকারী রোখসানা বেগমকে  বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।
উল্লেখ্য গত এক সপ্তাহের ব্যাবধানে বেনাপোল সীমান্ত থেকে বাংলাদেশী পাসপোর্টযাত্রীর  নিকট থেকে ৪৩ পিস স্বর্নের বার উদ্ধার করা হয়। এর মধ্যে বাংলাদেশী পাসপোর্টযাত্রীর নিকট থেকে ভারতের কাষ্টমস ২০ পিস উদ্ধার করে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular