এবিএস রনি,শার্শা (যশোর) প্রতিনিধি: বেনাপোল শার্শায় এ বছর সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গপূজা ১১ টি ইউনিয়নের ২৭ টি মন্ডপে পূজা উদযাপন হবে। এ উপলক্ষে সকল পূজামন্ডপে রাত দিন এখন ভক্তকুলদের আনন্দময় ব্যাস্ত সময় পার করতে দেখা যাচ্ছে। সেই সাথে বেনাপোল সহ দেশের প্রত্যান্ত অঞ্চলে পুজা দেখতে আসছে ভারতীয় নাগরিকরা।
এ বছর সবচেয়ে শার্শা উপজেলার বড় পূজা মন্ডপ তৈরীর কাজ করছে নামাচার্য শ্রী শ্রী হরিদাস ঠাকুরের বেনাপোল পাঠবাড়ি আশ্রমে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের শার্শা উপজেলা শাখা সভাপতি শ্রী শান্তিপদ বিশ্বাস জানান এ বছর শার্শা উপজেলায় ২৭ টি মন্ডপে খুব জাকজমক ভাবে পূজা অনুষ্টিত হবে। সেই ভাবে স্থানীয় প্রশাসন ও এলাকার স্থানীয় জনগন সহ সকল ধর্মের লোক আমাদের সহযোগিতা করছে।
তিনি আরো ও জানান বেনাপোল পাঠবাড়ি হরিদাস ঠাকুরের আশ্রমের পূজা উৎসবে পায় ২০ থেকে ২৫ হাজার ভক্তকুলের সমাগম হবে।
বেনাপোল পাঠবাড়ি পুজা মন্ডপে সরেজমিনে দেখা গেছে পুজার আনন্দে শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধরা সহ সকল ধর্মের লোকের সমাগম।
তবে এ বছর বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত থেকে বাংলাদেশে পূজা দেখতে নারী পুরষ আসছে। ভারত থেকে আসা গিরিবালা দাস বলেন, জন্মভুমি বাংলাদেশে এসে খুব ভালো লাগছে। স্বামী সংসার নিয়ে ভারতের বারোসাতে থাকি। আসার সময় হয়না। এবার অনেক পুজাতে স্বামীর অনুমতি নিয়ে নিজ জন্মভুমি বাংলাদেশে পাড়া দিয়ে মন ভরে গেছে। এছাড়া ভারত থেকে আসা উর্মি বালা, শ্যামারানী দাস বাংলাদেশে পূজা দেখতে এসে তাদের অনুভুতি ব্যাক্ত করে বলে একটি উৎসবের সময বিদেশের মাটিতে ধর্মীয় উৎসব দেখতে এসেছি । খুব ভাল লাগছে।