নিউজ ডেস্ক:যশোর বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন থেকে মোবাইল ছিনতাইকালে দুই ছিনতাইকারী আটক হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাতটার দিকে ঈশ্বরদীতে এ ঘটনা ঘটে।যশোর বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন থেকে মোবাইল ছিনতাইকালে দুই ছিনতাইকারী আটক হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাতটার দিকে ঈশ্বরদীতে এ ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল বিকেলে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে করে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারের স্ত্রী ঢাকার উদ্দেশে রওনা হন। এ সময় ট্রেনটি ঈশ্বরদী স্টেশন ছেড়ে গেলে ট্রেনের ‘ঝ’ বগিতে এক ছিনতাইকারী প্রবেশ করেন। আবুল বাশারের স্ত্রী ঘুমিয়ে গেছেন মনে করে তাঁর হাত থেকে মোবাইল ফোন নিয়ে সটকে যাওয়ার চেষ্টা করেন ওই ছিনতাইকারী। ট্রেনের যাত্রীরা বিষয়টি টের পেয়ে ওই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেন। এ সময় তিনি পালিয়ে যাওয়ার নানা চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। খবর পেয়ে ট্রেনের দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ছরোয়ার হোসেন ফোর্স নিয়ে ছুটে এসে ছিনতাইকারীকে আটক করেন। পুলিশ জানায়, আটক হওয়া ছিনতাইকারী সিরাজগঞ্জের উল্লাপাড়ার মো. শাহানের ছেলে আব্দুর রহমান (২৫)। ওই ছিনতাইকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায়, ঈশ্বরদী স্টেশন থেকে তিনি এ ট্রেনে ছিনতাইয়ের উদ্দেশ্যে ওঠেন। এ পেশার সঙ্গে দীর্ঘদিন যুক্ত বলেও স্বীকার করেন তিনি। এদিকে, এ ঘটনার কিছুক্ষণ পরে মধ্যবয়সী আরেক ছিনতাইকারীকে আটক করে পুলিশ। কিন্তু যাত্রীদের ভীড়ে সময় সুযোগ বুঝে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যান ওই ছিনতাইকারী। এ বিষয়ে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের দায়িত্বরত পুলিশের এএসআই ছরোয়ার হোসেন জানান, আটক ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হবে এবং অপর সহযোগী পলাতক ছিনতাইকারীকে আটক করা হবে বলে জানান তিনি। এ ছাড়া ট্রেনের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা সর্বদা সতর্ক থাকবে।