বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মেহেরপুরে বিএনপির মানববন্ধন

0
19

মেহেরপুর প্রতিনিধি: বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মানববন্ধন করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল সোমবার সকাল ৯টার দিকে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন-এর নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, আনছারুল হক, শেখ সাঈদ আহমেদ , সাংগঠনিক সম্পাদক রোমানা আহাম্মেদ, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ দলীয় নেতা-কর্মীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। এসময় বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানান। তা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুসিয়ারী দেন।