এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে শ্লীলতাহানির ঘটনা আপোশ মিমাংশার নামে বৈঠক বসিয়ে সংঘর্ষে ১০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
উপজেলার মোহনপুর ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের আইন উদ্দিন শুক্রবার বিকালে বীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় জানায়, তাদের বাড়ী সংলগ্নে বীরগঞ্জ পৌর শহরের ফিসারী মোড় এলাকার বাসিন্দা ও সাব রেজিষ্ট্রার অফিসের ষ্টাম্প ভেন্ডার প্রতিবেশী প্রাক্তন পুলিশ হাফিজ করিম এর লিচু বাগান ও পুরাতন বাড়ী রয়েছে। ২৯ মে রাতে স্কুল ছাত্রী জান্নাতুন ও পেয়ারা পার্শ্ববর্তী একটি বাড়ীতে এশারের নামাজ আদায় করে ফিরার পথে লিচু বাগান অতিক্রম করার সময় হাফিজ করিমের কেয়ারটেকার সামিউল তাদের শ্লীলতাহানি ঘটিয়ে লিচুবাগানের পাহাড়াদার মামুনের নামে মিথ্যা অবৈধ সম্পর্কের অপবাদ ও লিচু চুরি অভিযোগ দেয়।
এ ঘটনায় ৩০ মে হাফিজ করিম তার পুরাতন বাড়ীতে শ্লীলতাহানির ঘটনায় আপোশ মিমাংশার নামে বৈঠক বসালে উভয় পক্ষের কথা কাটা কাটির এক পর্যায়ে কেয়ারটেকার সামিউলের মা, ভাই হাফিজ করিমের সামনে আইন উদ্দিনদেন উপর হামলা চালিয়ে বাড়ীতে ঢুকে মারপিট করে নগদ ৮৫ হাজার টাকা, দুই ভরি ওজনের স্বর্ণালংকার ও মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে। এতে আইন উদ্দিন (২৫) সহ আলাউদ্দিন (২৮), আবু বক্কর সিদ্দিক (৫৫), সাবিনা (৪৬) মোছাঃ সেনাভান (২০), আম্বিয়া বেগম (৩৬), সামিউল (২৬), আজগড় (৫৪), আজিজুল (১৯) ও চম্পা (১৮) আহত হয়। ঘটনার সময় প্রতিপক্ষের লোকেরা বলে আহতরা দাবী করেছে।
এ রিপোট লেখা পযর্ন্ত আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।