বীরগঞ্জে পরিবার পরিকল্পনা কর্মচারিদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

0
10

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জের পরিবার পরিকল্পনা কর্মচারিরা চলমান নিয়োগ বিধি ও চাকুরিগত সমস্যা সমাধান, ৬ দফা দাবীর লক্ষে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে।
বীরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের কর্মচারিরা চলমান নিয়োগ বিধি দ্রুত সম্পন্য করে ন্যায্য পদন্নতি, চাকুরিগত সমস্যা সমাধান, বিভিন্ন প্রশিক্ষন সহ ৬ দফা দাবীর লক্ষে বুধবার সকালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে স্বারকলিপি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জাকিরুল ইসলামের মাধ্যমে প্রদান করেছে। এরপূর্বে পরিবার পরিকল্পনা পরিদর্শক (পিপিআই) ও পরিবার কল্যান সহকারী (এফডাবøএ) শিক্ষাগত যোগ্যতা উন্নীত করন সহ নিয়োগ বিধি দ্রæত বাস্তবায়নের লক্ষে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক ও সরকারি হাসপাতাল চত্তরে মানববন্ধন করেছে তারা।