এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে ১ যুবককে ধর্ষনের দায়ে আটক করেছে পুলিশ।
উপজেলার নিজপাড়া ইউনিয়নের বড় বোচাপুকুর গ্রামের আষারু বর্ম্মনের কন্যা ও ন্যাজারিয়ন মিশন স্কুলের ৭ম শ্রেণী ছাত্রী বৃষ্টি রানী দীর্ঘ দিন ধরে প্রতিবেশি দেবীপুর ধনীপাড়া গ্রামের আব্দুল ওহাবের পুত্র আরমান আলীর (২০) এর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তারই প্রেক্ষিতে গত ৩ জুন দুজনেই পাল্টাপুর ইউনিয়নে ১ আত্মীয়র বাড়ীতে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে পাল্টাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবু সুরেন্দ্রনাথ কোকিলের পুত্র দীলিপ চন্দ্র রায় সহ কয়েক জন সন্ত্রাসী তাদের আটক করে। এ সংবাদ পেয়ে উভয়ের অভিভাবকেরা সেখানে গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করলে সন্ত্রাসীরা টাকা দাবী করে। সন্ত্রাসীদেরকে টাকা দিতে অপারগতা স্বীকার করলে তাদের পরামর্শে বৃষ্টি রানীর পিতা বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। যার নং- ৪ তারিখ ০৭/০৬/২০১৭ ইং।
মামলার তদন্ত কারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে ৭ জুন আরমান আলীকে আটক করে আদালতে প্রেরণ করে।
এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া আটকের ঘটনার সত্যতা স্বীকার করে জানায় আমি সংবাদ পেয়ে পুলিশকে খবর দিয়ে তাদের ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করি।
অপরদিকে এলাকাবাসী জানায়, সাবেক চেয়ারম্যান কোকিলের পুত্র দীলিপ চন্দ্র রায় এলাকার একজন সন্ত্রাসী হিসাবে চিিহ্নত। ইতি পূর্বে সে প্রতিবন্ধি ধর্ষন সহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জরিত থাকার অভিযোগ রয়েছে।