এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে জুয়ার মেলা বন্ধের দাবিতে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক ২ ঘন্টা অবরোধ, যান চলাচল বন্ধ, ভোগান্তিতে জনসাধারন।
বীরগঞ্জ পৌর শহরের পার্শে বীরগঞ্জ-দেবীগঞ্জ সড়কের ধারে ঢেপা নদীর তীরে ২২ এপ্রিল নিজপাড়া ইউপি সদস্য মৃত আফাজ উদ্দিনের পুত্র আব্দুর রাজ্জাক ১৬ আনা ভাগে বৈশাখী মেলার নামে জুয়ার মেলার উদ্বোধন করে। মেলা বন্ধের দাবিতে সর্ব দলীয় ঐক্য পরিষদের নেতৃবৃন্দের ডাকে ২৩ এপ্রিল রাত সারে ৮টার দিকে শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্থম্ভ সংলগ্ন থানার সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে এলাকা বাসী। রাত সারে ১০টা পযর্šÍ মহাসড়ক অবরোধ চলা কালে ২ধারে শতশত গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়, এতে ভোগান্তিতে পড়ে সাধারন জনগন।
অবরোধ চলাকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকার সভাপতিত্বে মেলা বন্ধের দাবীতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবু হুসাইন বিপু, উপজেলা আওয়ামী লীগর সাবেক সাধারন সম্পাদক মোঃ শিবলী সাদিক, মুক্তিযোদ্ধা কমান্ডার সহকারী অধ্যাপক কালিপদ রায়, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও বীরগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবুসামা মিয়া ঠান্ডু, বিএনপির সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন ধলু, সাংগঠনিক সম্পাদক মনোয়ার আহাম্মেদ সিদ্দিকী, জাতীয় পাটির সাধারন সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা, যুবলীগের সভাপতি নুরিয়াস সাঈদ, ছাত্রলীগর সভাপতি মোঃ রোকনুজ্জামান বিপ্লব প্রমুখ।
এসময় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন এর নেতৃত্বে একদল পুলিশ ঐক্যবদ্ধ জনতার অবরোধ তুলে দেয়ার সর্ব প্রকার চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়। অবরোধের সংবাদ পেয়ে, বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধ তুলে নেয়ার জন্য আহবান জানান।