বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বীরগঞ্জে চাউল ক্রয় উদ্বোধন করেন এমপি গোপাল

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ৫০৫৯ মেট্রিক টন বোরো চাউল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন এমপি গোপাল।
বীরগঞ্জ উপজেলায় বোরো চাউল সংগ্রহ অভিযানের অংশ হিসাবে ২৩ মে বুধবার বিকালে কবিরাজহাট খাদ্য গুদামে ৫০৫৯ মেট্রিক টন চাউল ক্রয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এরশাদুল হক, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুর ইসলাম নুর, ভোগনগর ইউপি চেয়ারম্যান ও মিল মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান পান্না, মিল মালিক সমিতির সাধারন সম্পাদক আমজাদ হোসেন, বীরগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা মাজেদুর রহমান, কবিরাজহাট খাদ্য গুদাম কর্মকর্তা আবুল হাসনাত, মরিচা ইউপি চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, সাতোর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শেখ, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মা, পৌর আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন বাবুল, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী প্রমুখ।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরূল হক জানায়, উপজেলার ২টি খাদ্য গুদামের মধ্যে বীরগঞ্জ খাদ্য গুদামে ৩১৬০ মেঃ টন ও কবিরাজহাট খাদ্য গুদামে ১৮৯৯ মেঃ টন সহ মোট ৫০৫৯ মেট্রিক টন বোরো চাউল চুক্তিবদ্ধ মিল মালিকদের কাছ থেকে ৩৮ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular