এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জের পৌরসভায় নিরাপদ সড়ক কর্মসূচীর উদ্বুদ্ধকরণ ও শিক্ষণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ পৌরসভার আয়োজনে সাংবাদিকসহ ৬০জন গন্যমান্য ব্যাক্তিদের অংশ গ্রহনে রবিবার সকালে থেকে সন্ধ্যা পযন্ত দিনব্যাপী নিরাপদ সড়ক কর্মসুচীর উদ্বুদ্ধকরন শিক্ষন বিষয়ক প্রশিক্ষন এলজিইডি ঢাকা’র বাস্তবায়নে জাইকার অর্থায়নে নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট (নবিদেপ) এর সহযোগিতায় পৌরসভা মিলনায়তনে নিরাপদ সড়ক কর্মসুচীর উদ্বুদ্ধকরন শিক্ষন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ হানিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনের উদ্বোধন করেন এলজিইডি’র দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (এলজিইডি) আব্দুল মালেক সরকার। পৌর সচিব আব্দুল হানিফ সরদার এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক আবু মোঃ সাহরিয়ার, প্রকল্পের আরডিপিডি মোঃ লুৎফর রহমান।
প্রশিক্ষনে কাউন্সিলর, শিক্ষক, ইমাম, সরকারী দপ্তরের কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পৌর কাউন্সিলর, ব্যবসায়ী, সাংবাদিকসহ ৬০জন গন্যমান্য ব্যাক্তিদের অংশ গ্রহনে নিরাপদ সড়ক বিষয়ক বিভিন্ন সচেতনতা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে এই কর্মশালার মূল লক্ষ্য। এর আগে পৌরসভা থেকে একটি র্যালী অনুষ্ঠিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।