বীর মুক্তিযোদ্ধা খান টিপু সুলতানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক !

0
22

নিউজ ডেস্ক:

বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি খান টিপু সুলতানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। শনিবার শেখ হাসিনা এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এছাড়া শোক বার্তায় তিনি বলেন, এই জননেতার মৃত্যুতে দেশ ও জাতি হারালো একজন দক্ষ সংগঠক ও জনপ্রিয় নেতাকে।

যশোর-৫ আসন থেকে একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা খান টিপু সুলতানের মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মরহুমের জানাজা আজ সকাল ১১টায় সংসদ ভবনে, বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, বাদ আসর যশোর শহরে এবং বাদ মাগরিব মনিরামপুরে অনুষ্ঠিত হবে। বাদ এশা খুলনার ডুমুরিয়ায় তার নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।